খুলনা, প্রতিনিধি শোয়াইব আলম,
আজ বই আন্দোলন বাংলাদেশ এর দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে সারা দেশের ন্যায় খুলনা জেলার আয়োজনে শহীদ হাদিস পার্কে বর্ষপূর্তি উৎসব উৎযাপন সফল ও সুন্দরভাবে সম্পুর্ন হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলে সংগঠনের খুলানা বিভাগীয় প্রধান সমন্বয়ক -মুহাঃ রাজিবুল ইসলাম, জেলা সদস্য রেদোয়ান উল্লাহ, নাইম হোসেন, প্রতীক, বিশ্বাস,
লিজা প্রমুখ। জাতীয় সংগীত ও ধর্মীয় গ্রন্থ পাঠে মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। কেক কাটা এবং সাহিত্য কুইজ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হলেন
তানজিলা ইসলাম এবং আর. হোসাইন। বিজয়িদের বই উপহার ও বই বিনিময়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
1 thought on “খুলনায় বই আন্দোলন বাংলাদেশের ২য় বর্ষপূর্তি উদযাপন”
Many many love all.🌸🌷