ক্লাস নাইনে পড়ুয়া এক কিশোরীকে বাল্যবিয়ে করার অপরাধে বরখাস্ত হয়েছেন বুড়াবুড়ির ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুরে।
গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
গত ১ নভেম্বর (রবিবার) ৪৫ বছর বয়সী ওই চেয়ারম্যান জন্ম তারিখ জালিয়াতির মাধ্যমে একই ইউনিয়নের দোলন গ্রামের প্রতিবন্ধী ওসমান গনি সরকার ওরফে বাচ্চুর ৯ম শ্রেণি পড়ুয়া বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্নিতা ওসমান বর্নিকে বিয়ে করেন। বাল্যবিয়ের খবরটি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশ হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করে সত্যতা পান। তদন্ত প্রতিবেদন অনুযায়ী (১৫ ডিসেম্বর) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকারের বহিষ্কার আদেশ পাওয়ার কথা স্বীকার করেছেন।