ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্পাস ও আবসিক হল খোলাসহ পাঁচ দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন বর্ষের পরীক্ষার রুটিন ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে দেয়া, আটকে থাকা পরীক্ষা দ্রুত সম্পন্ন করা, সিলেবাস কমিয়ে দ্রুত ক্লাস শেষ করা, করোনাকালীন হল ফি মওকুফসহ সকল ফি ৫০ শতাংশ হ্রাস করা।
শিক্ষার্থীরা বলেন, নীতিনির্ধারকগণ মনে করেন, করোনা বিরাজ করে শিক্ষাপ্রতিষ্ঠানে। অথচ আপনারা দেখবেন, হাট-বাজার, সিনেমা হলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজগুলো অনায়াসেই চলছে। আর আমরা থমকে রয়েছি কোন এক অজানা আদেশের অপেক্ষায়। আমরা চাই অবিলম্বে ক্যাম্পাস খুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক। দীর্ঘদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আর থাকতে চাই না। শুধু বিশ্ববিদ্যালয় খুলে দিলে সমস্যার সমাধান হবে না। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হলগুলোও খুলে দিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।