কৃষি আইন বাতিলের দাবিতে উত্তল ভারত। সেই ধারাবাহিকতায় এবার অনশনের ডাক দিয়েছেন দেশটির আন্দোলনরত কৃষকরা।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টার অনশনের ডাক দিয়েছেন তারা। কৃষকদের আজকের অনশনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যোগ দেবেন বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে।
কেজরিয়াল বলেন, ‘আমি কৃষকদের অনশনে যোগ দিব। এই সময়ে আমি কোনো খাবরও গ্রহণ করবো না। আম আদমি পার্টির স্বেচ্ছাসেবকদেরও আমি অনশনে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের উচিত দ্রুত কৃষকদের দাবি মেনে নেয়া এবং সর্বনিম্ন সহায়ক দাম (এমএসপি) নির্ধারণে বিল পাস করা।’
উল্লেখ্য, গত ১৮ দিন ধরে দিল্লি সীমানা অবরোধ করে বসে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। কিন্তু ভারত সরকার এখনো কৃষকদের দাবিতে সাড়া দেয়নি।