শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, কারিগরি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল শুধুমাত্র এসএসসির ভিত্তিতে করা হবে। এছাড়া যেহেতু তাদের জেএসসি নেই সেক্ষেত্রে তাদের রেজাল্ট শুধুমাত্র এসএসসি দিয়েই হবে বলে জানান তিনি।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তাদের ফলাফলের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।