ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুসতাক আহমেদ মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগারে তিনি মারা যান।
কারা সূত্রে জানা গেছে, কারাগারে মাথা ঘুরে পড়ে যান মুসতাক। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। গুরুতর অসুস্থ মুসতাক আহমেদ গত বছরের মে মাস থেকে কারাগারে বন্দী ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে রমনা থানায় মুসতাকসহ ১১ জনের বিরুদ্ধে তিনটি মামলা করে র্যাব। তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে জাতির জনক, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মহামারি করোনাভাইরাস সম্পর্কে গুজব, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বলা হয়, তারা রাষ্ট্রের জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ করেছেন।