ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, রাস্তা-ঘাট, পুল, কালভার্ট, ব্রীজ, কথিত উন্নয়ন বা মেগা প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে উদ্বোধনের নামে নির্বাচনী ও দলীয় সমাবেশ নাগরিক ভোগান্তি বৃদ্ধি করছে। উদাহরণস্বরুপ বিমানবন্দর থার্ড টার্মিনাল এক সাপ্তার মাথায় একবার সফ্ট উদ্বোধন, ২য় বার দলীয় সমাবেশের মাধ্যমে নির্বাচনী উদ্বোধন করা হয়েছে। অথচ প্রকল্পের কাজ এখনো ৫০ শতাংশ অসমাপ্ত রয়েছে। নির্মাণকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্র বলছে ২০২৩ এর অক্টোবরে ন্যাম প্লেট উন্মোচন হলেও থার্ড টার্মিনালের হ্যান্ডেলিং কাজ শুরু হবে ২০২৪ এর ডিসেম্বরের পর। তাহলে এবার দেখুন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি উদ্বোধনের নামে নির্বাচনী শোডাউন করে দেশবাসীর সাথে ধোকাবাজী করেছে অন্যদিকে দেশ-বিদেশ থেকে যারা থার্ড টার্মিনাল ব্যবহার করতে আসবে তারা পড়বে ভোগান্তিতে।
আজ ১৮ অক্টোবর’২৩ ইং বুধবার সকাল ১০টায় রাজধানী উত্তরের একটি রেস্টুরেন্টে নগর উন্নয়ন কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, গ্রীণ ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট প্রফেসর আহসান হাবিব, লিংকন ভট্রাচার্জ, ফজিল হোসেন, মুফতী মোঃ মাছউদুর রহমান, নাজমুল হাসান প্রমুখ।
তিনি আরো বলেন, থার্ড টার্মিনালের কাজের জন্য বিমানবন্দরের প্রাচীর ভেঙ্গে মূল সড়কে অস্থায়ী নিরাপত্তা প্রাচীর দেয়া হয়েছে। যার কারণে মূল সড়কটিই সরু হয়ে যাওয়া ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। জনগণের ভোগান্তি দিন দিন বাড়ছে। ধুলোবালির কারণে পথচারীদের নানাবিধ জটিল ও কঠিন রোগ হচ্ছে। তাছাড়া নারী, শিশুসহ এলাকার অধিকাংশ জনমানুষ এখন এ্যাজমা, এলার্জি-শাসকষ্ট ইত্যাদি রোগে আক্রান্ত।