ময়মনসিংহের গৌরীপুরে করোনায় মৃতদের দাফন কার্য সম্পাদনের লক্ষ্যে “কাশবন করোনা দাফন কমিটি” নামে একটি দাফন কমিটি করেছে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন কাশবন তরুণ সংঘ। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,ইউএনও হাসান মারুফ রাহাত,কাশবনের উপদেষ্টা আব্দুল্লাহ আল জোনায়েদ। আহবায়ক হিসেবে কাশবন সভাপতি মাহমুদুল হাসান মাহমুদ,প্রধান সমন্বয়ক মুফতী মুহাম্মাদুল্লাহ ক্বাসেমী, টিম সমন্বয়ক জুবায়ের আহমাদ,সহ-টিম সমন্বয়ক মো:মোজাম্মেল হক,সদস্য,মুফতী ইব্রাহীম, মাও:রাকিবুল ইসলাম,মাও:আহমাদ উল্লাহ, শেখ আতাউর রহমান,শরীফুল ইসলাম সোহাগ,শরীফুল ইসলাম, সজীব হাসান দূর্জয়,আরিফ চৌধুরী, শরীফুল হাসান সৈকত,তানভীর আহমেদ,হিমন আহমেদ,আশরাফুল হক,তাউসীফ আহমাদ,আরিফ হাসান,হাফেজ আবু রায়হান প্রমুখ।
