স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা নিয়ন্ত্রণে সারা বিশ্ব অবাক। সারা পৃথিবীর মানুষ শেখ হাসিনার প্রশংসা করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবও প্রশংসা করেছেন। করোনার আঘাতে সারা পৃথিবীর উন্নয়ন আজ থেমে আছে। সেখানে বাংলাদেশে সকল ধরনের উন্নয়ন কাজ চলমান রয়েছে। পদ্মা সেতুর কাজ চলছে, কল-কারখানা চালু রয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।