ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকায় কভিড -১৯ আক্রান্তদের বাড়ীতে উপহার নিয়ে উপস্থিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত এ সময় তারা আক্রান্ত রোগীদের খোঁজ নেয়ার পাশাপাশি বিভিন্ন সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করেন। এ দিকে সচেতনতা বৃদ্ধির এই ইনোভেটিভ প্রক্রিয়া কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ,জনগণ ও প্রশাসনের আন্তরিক সহাবস্থানের মধ্য দিয়েই বৈশ্বিক এ মহামারী মোকাবেলা সম্ভব বলেও মনে করেন অনেকে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবিদুর রহমান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, সাব-ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম, পৌর কর্মকর্তা মো. আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।
