জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকীব এর আয়োজনে আজ ৪ জুন’২১ শুক্রবার সকাল ৯.০০ টায় রাজধানীর রামপুরায় আবু সাঈদ গ্লোবাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জাগরণ ও মননের কবি ফররুখ শীর্ষক আলোচনা সভা ও মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।মাসিক নকীব সম্পাদক মুনতাছির আহমাদ এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ এর সঞ্চালনায় ফররুখ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্তর দশকের কবি ও ছড়াকার আশরাফুল মান্নান।নকীবের আলোচনা সভা ও সাহিত্য আসরে বক্তারা রেনেসাঁর কবি ফররুখ আহমাদ এর জন্ম ও শৈশবের স্মৃতি বিজড়িত বসতবাড়ির উপর দিয়ে রেলপথ নির্মাণের পরিকল্পনার নিন্দা জানান এবং একইসাথে সংশ্লিষ্টদের কাছে কবির পিতামাতার কবরসহ বসতবাড়ি সংরক্ষণের আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও সম্পাদক জনাব মাসউদুল কাদির, আলেম, লেখক ও অনুবাদক মুফতি আবুল ফাতাহ কাসেমী, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব ইডিটর আশরাফুল ইসলাম।এছাড়াও নকীব পরিবার ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন নকীব সম্পাদক মুনতাছির আহমাদ।
