ময়মনসিংহের গৌরীপুরে ১৬ জনের একটি দল রাতের আধারে চট্টগ্রামে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলে,রাস্তায় বাদ সাধেন ইউএনও হাসান মারুফ রাহাত,এসময় কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রমনের বদলে কপালে জুটলো জরিমানা।
উল্লেখ্য’ গত ২৩ জুন লকডাউনের শুরু থেকেই লকডাউন বাস্তবায়নে দিনে ও রাতে একাধিক অভিযানের মধ্য দিয়ে মাঠে সক্রিয় ছিলো উপজেলা প্রশাসন,তারি পরিপ্রেক্ষিতে কেউ হয়েছেন গ্রেফতার আবার কাউকে গুনতে হয়েছে জরিমানা।
