বাংলাদেশ দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আজ বেলা সাড়ে ১১ টার দিকে স্ট্যাটাস দিয়ে কওমি মাদ্রাসা খুলে দেয়ার অনুমতি দিয়েছে সরকার এ মর্মে ঘোষণা দেন।
স্ট্যাটাসে উল্লেখ রয়েছে “আল হামদু লিল্লাহ। সুখবর। মুহতারাম কাওমী উলামা! আপনারা দুআ করেছেন। আমরা চার বন্ধু মেহনত করেছি। আল্লাহ আপনাদের সেহেরগাহী ও কান্না কবুল করেছেন। তাই এখন হিফজখানার পর কিতাবখানার জন্যও সুখবর চলে আসছে। তবে মহামারী থেকে সাবধানতা ও সুরক্ষা গ্রহণে যে যেন ত্রুটি না ঘটে।
কাজেই ছাত্রদের পরীক্ষার আয়োজন গ্রহন করুন। অনুমতি হয়ে গিয়েছে। শোকর আলহামদু লিল্লাহ।”
প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদ্রাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও করোনার কারণে তা স্থগিত রাখা হয়।
এর আগে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানা ১২ জুলাই থেকে চালুর অনুমতি দিয়েছে সরকার। গত ৮ জুলাই ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।