ধর্মের লেবাস ব্যবহার করে মৌলবাদীরা মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
তিনি বলেন, মুসলিম সংখ্যাঘরিষ্ট দেশের জনগণ এসব ধর্মভিত্তিক দলকে প্রত্যাখান করেছে। তাই এদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই।
আজ রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন ওয়াজ মাহফিলে রাজনৈতিক অপব্যাখ্যা দিতে দিবেন না। যেখানেই এমন কিছু ঘটবে সেখানেই তা প্রতিরোধ করুন।