ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ বলেছেন, ফ্রান্সে প্রিয় নবীজি (সা.)-এর অবমাননাকর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ঢাকায় ফরাসি দূতাবাস ঘেরাওসহ সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ শান্তিপূর্ণ নানা কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচিতের কোথাও কোনো বক্তা বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম অমুসলিম সম্প্রদায়ের বিষয়ে কোনো ধরনের বক্তব্য দেয়নি। আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ করছি, নবীজি (সা.)-এর অবমাননার প্রতিবাদে ইসলামি দলসমূহের বিভিন্ন কর্মসূচি পালনের পরপরই হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাগো হিন্দু নামের সংগঠনদুটি আক্রমণাত্মক, বিষোদ্গার এবং উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেছে।
চরমোনাই ও হেফাজত নিয়ে ঐক্যপরিষদ ও জাগো হিন্দুর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্যের প্রতিকার চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের মাননীয় প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন বরাবর স্মারকলিপি প্রদানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ সংগঠনদুটির এ অপতৎরতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ঐক্যপরিষদ ও হিন্দু জাগো গায়ে পড়ে ঝগড়া করছে, তাদের এ অপতৎরতা বন্ধ না হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আলহাজ আবুল কাসেম মাতুব্বরের নেতৃত্বে ডিসি মহোদয় বরাবর স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ নুরী ও সহ-প্রচার সম্পাদক মাওলানা জাওয়াদুল করীম প্রমুখ।