গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছেনা চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিভাবে হবে, তাও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অনলাইনে নয়, পরীক্ষা স্বশরীরে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এস এম মনিরুল ইসলাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা চলছে বলে তিনি মত ব্যক্ত করেন।পরীক্ষা বিষয়ক উপকমিটি গঠন করেছে রাজশাহি বিশ্ববিদ্যালয়, জানিয়েছেন উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা।
গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছে না বলে আগেই জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আটটি বিভাগে পরীক্ষা নেবার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই সঙ্গে ভর্তি পরীক্ষার নম্বরেও হয়েছে রদবদল।
অন্যদিকে, ১ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছপদ্ধতিতে নেবে ভর্তি পরীক্ষা। গেল বছর থেকেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে পরীক্ষা নেওয়া যায়, ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। গুচ্ছ পদ্ধতিতে যাওয়া ১৯টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত কমিটি কাজ করছেন পরীক্ষা পদ্ধতি নিয়ে। জানা গেছে, উচ্চমাধ্যমিকের সিলেবাসের ওপর ভিত্তি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।





