নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় অটোপাসের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর প্রেস ক্লাবের সামনে ‘এসএসসি ব্যাচ-২০২১’ এর ব্যানারে এ মানববন্ধন করে তারা। এ সময় নগরীর বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিলও করেছেন। মানববন্ধনে অংশ নেয় নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকার স্কুলের শিক্ষার্থী।
স্কুল শিক্ষার্থীরা জানায়, করোনাভাইরাসের কারণে প্রায় এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অনলাইনে ক্লাস নেয়া হলেও তাতে অংশ নেয়নি অধিকাংশ শিক্ষার্থী। বাড়িতে থেকে কারও সেভাবে পড়াশোনা হয়নি। তা ছাড়া পরীক্ষার আগে যে সময় পাওয়া যাবে, তাতে পুরোপুরি প্রস্তুতি নেয়াও সম্ভব নয়। এইচএসসির মতো তাদেরও যেন এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে ঘোষণা করা হয়।
শিক্ষার্থী আরও জানায়, তাদের দাবি হলো সেশনজট নিয়ে (করোনার বন্ধ) করোনা ঝুঁকির মধ্যে পরীক্ষা না নেয়া, এইচএসসির মতো তাদেরও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে ফল ঘোষণা করা, ফেব্রুয়ারির মধ্যে অটোপাসের ঘোষণা এবং নামমাত্র সংক্ষিপ্ত সিলেবাস পদ্ধতি বন্ধ করা।