জিতলেই মিলবে ফাইনালের টিকিট। হারলে বিদায়। বলতে গেলে বাঁচন-মরণ ম্যাচ।
সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৭ রানে হারিয়ে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটালস। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বোলিং জাদুর ওপর ভর করে প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে উঠার স্বাদ পেল দিল্লি।
টস জিতে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড়ই গড়ে দিল্লি। তিন উইকেটে দলটির সংগ্রহ ১৮৯ রান। জবাবে ৮ উইকেটে ১৭২ রানে থামে হায়দরাবাদের ইনিংস। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন দিল্লির স্টয়নিস।
দিল্লির হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন শিখর ধাওয়ান। ৫০ বলের ইনিংসে তিনি হাঁকান ছয়টি চার ও দুটি চার। ২৭ বলে ৩৮ রানের দারুণ ইনিংস খেলেন আরেক ওপেনার মারকুস স্টয়নিস। অধিনায়ক আয়ার ২১ রানে আউট হলেও ২২ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হেটমায়ার। এদিন অনেকবার ক্যাচ ফেলেছে হায়দরাবাদের ফিল্ডাররা। তার মাশুল তাদের গুণতে হয়েছে ম্যাচ শেষে।
বল হাতে এদিন দিল্লির হয়ে দারুণ চমক দেখান রাবাদা ও স্টয়নিস। ৪ ওভারে ২৯ রানে চার উইকেট নেন রাবাদা। ৩ ওভারে ২৬ রানে তিন উইকেট নেন সস্টয়নিস।