ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর নেয়া হবে। এই বিষয়ে এখনও ডিনস কমিটিতে কোনো আলোচনা হয়নি। তবে মধ্য জানুয়ারির পর সার্বিক বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ঢাবি’র ভর্তি পরীক্ষা নিয়ে সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।
অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। এইচএসসি রেজাল্ট প্রকাশের পর ডিনস কমিটি বৈঠকে বসেন। সেখানে ভর্তি পরীক্ষা কবে নেয়া হবে, কীভাবে নেয়া হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এইচএসসি’র ফল প্রকাশসহ সবকিছু ঠিক থাকলে ১৫ জানুয়ারির পর বৈঠক করে কমিটি সিদ্ধান্ত দেবে বলে আভাস দেন তিনি।
ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। সবকিছুই নির্ভর করছে এইচএসসি রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে সেটির উপর। রেজাল্ট প্রকাশের পর ডিনস কমিটির বৈঠকে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে।