উপনিবেশিক আলজেরিয়ায় গণহত্যা চালিয়েছিল ফ্রান্স: আল জাজিরা
আলজেরিয়ার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, উপনিবেশিক আমলে আলজেরিয়ার মুসলমানদের হাড়, চিনি এবং সাবান তৈরিতে ব্যবহার করেছিল ফ্রান্স। আলজেরিয়ার প্রেসিডেন্টের একজন ইতিহাসবিষয়ক উপদেষ্টা আবদেল মাজিদ চেখ দেশটির বার্তা সংস্থার কাছে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
বিখ্যাত ফরাসী ঐতিহাসিক ও রাজনীতিবিদ অ্যালেক্সিস দ্য তকিউভিলে ১৮৩৫ সালে প্রকাশিত তার ‘Democracy in America’ গ্রন্থে এ বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমরা যদি আমাদের চিন্তাধারার প্রতি লক্ষ্য করি, আমাদেরকে প্রায় এ সিদ্ধান্তে উপনীত হতে হয় যে, ইউরোপীয়রা মানবজাতির এক ভিন্ন গোত্রভুক্ত সম্প্রদায়, যেমন ইতর প্রাণীর বিপরীতে মানব সম্প্রদায়। সে তার নিজের প্রয়োজনে তাদেরকে বশীভূত করে এবং যখন তা করতে ব্যর্থ হয় তার বিনাশ সাধন করে।’
তিনি আরও যোগ করেন, সেই সময়ে আফ্রিকার মধ্যে আলজেরিয়া ছিল ফ্রান্সের নৃশংস কর্মকাণ্ডের অন্যতম ক্ষেত্র, এখানে ফ্রান্সের অভিজাত সমাজের মানুষজন সরাসরি দাস ব্যবসায় যুক্ত ছিল। সে সঙ্গে তারা যা যা করেছে তার প্রত্যেকটি সংরক্ষিত আছে।
চেখ আরও বলেন, ফ্রান্স এখন এই সব নথিপত্র প্রকাশ করতে দিতে চায় না। চেখির মতে, ফ্রান্স ভয় পায় এতে করে তাদের উপনিবেশিক চরিত্র সবার সামনে উন্মোচিত হয়ে যাবে।
সূত্র: আল-জাজিরা।