পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে কুরবানীর গোশত বিতরণ কর্মসূচী পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব শাখা। পহেলা আগস্ট শনিবার বিকেল চারটায় রাজধানীর যাত্রাবাড়ীতে শাখা সভাপতি মুহাম্মাদ আখতারুজ্জামানের নেতৃত্বে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় শাখা সভাপতি বলেন ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। অথচ আমরা অনেকেই মহান এই শিক্ষাকে উপেক্ষা করে ভোগের প্রতিযোগিতায় নেমে পরি। যা এই পবিত্র দিনের মর্যাদার বিপরীত কার্যক্রম। তাই আমাদের সকলের উচিত এই আনন্দ ও ত্যাগের দিনে মনের পশুত্বকে কুরবানী করা। পাশাপাশি তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সামর্থ্যনুযায়ী অসচ্ছল মানুষের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
কুরবানীর গোশত বিতরন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয় সম্পাদক জসিম খা, কওমী মাদরাসা সম্পাদক আব্দুল কবির গিলমান, আলিয়া মাদরাসা সম্পাদক সালাহউদ্দীন, ছাত্রকল্যান সম্পাদক রোকনুজ্জামান বাহার প্রমুখ।
উল্লেখ্য, আজ দুপুর থেকে উত্তরাঞ্চলের তিনটি জেলায় কোরবানির গোশত বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম। খবর লিংক- https://presentnews.net/archives/8081