ইসলামী ঐক্যজোটের সহকারি মহাসচিব, ইসলামী যুব খেলাফতের সেক্রেটারী জেনারেল মাওলানা জুনায়েদ বিন গুলজার আজ বুধবার (২রা সেপ্টেম্বর) চরমোনাই মাদরাসায় উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি এবং পীর সাহেব চরমোনাই’র আপোষহীন ও গতিশীল নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই’র হাতে দশ নেতাকর্মী সহ যোগদান করেন।
এ সময় চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু আব্দুল্লাহ মাহমূদী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় শায়খে চরমোনাই বলেন, ইসলাম বিজয়ের ধর্ম। বিজয় হওয়ার জন্যই ইসলাম দুনিয়ায় এসেছে। দেশ, ইসলাম ও মানবতার দুর্দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। তাই সকল দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনতাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা এগিয়ে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই।
জুনায়েদ বিন গুলজার কেন ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন এ প্রশ্নে তার বিশ্বস্ত একজন বলেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য তিনি তার পূর্বের সংগঠনের ওপর আস্থা রাখতে না পারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কে বেছে নিয়েছেন।