সোমবার (১৭ নভেম্বর) রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭সেশনের শিক্ষার্থী (রেজি.110-007-17) তৌহিদ ফেরদাউস শাওন তার ফেসবুকের আইডির (Touhid Ferdous Sawn) স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের মুসলিম বিবাহ প্রথা আইন এবং নারীদেরকে নিয়ে যে অশালীন মন্তব্য করেছে তা স্পষ্টতই ধর্ম অবমাননার ও ধর্মীয় দাঙ্গা উস্কে দেওয়ার শামিল বলে দাবি করেছে ইশা ছাত্র আন্দোলন ববি শাখা।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জ্ঞাপন ও আগামী ২৪ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো যাচ্ছি।
এই দাবি না মানা হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের ব্যবস্থা করা হবে।
আজ রোজ মঙ্গলবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম তৌহিদ বাশার ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এক যৌথ বিবৃতিতে উপরোক্ত দাবি জানান।