শুক্রবার (১৫ জানুয়ারী) বিকাল ৩ টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর’র সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করীম, মোঃ ইমরান হোসেন মিয়া, নাজমুস সাকিব, মাওলানা ইমরান হোসাইন, মোঃ সাইফুল ইসলান , আব্দুল্লাহ আল নোমান, এসকে নাজমুল হাসান, হেলাল উদ্দিন শিকারী , আমিরুল ইসলাম, নাজিম ফকীর, আব্দুস সালাম জায়েফ, মাহমুদুল হাসান, ইব্রাহিম ইসলাম আবীর, মাহদী হাসান, মেহেদী হাসান মুন্না, আব্দুল্লাহ আল মামুন, আহমদ আবুবকর এবং বনি আমিন প্রমুখ।
সম্মেলনে আগামী ২০২১ সেশনের জন্য ইশা ছাত্র আন্দোলন নগর কমিটির সভাপতি হিসেবে মইনুল ইসলাম, সহ সভাপতি মইনুদ্দীন, সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহিম ইসলাম আবীর। এবং জেলা কমিটির সভাপতি হিসেবে নাজমুস সাকিব, সহ সভাপতি হিসেবে মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে এনামুল হাসান সাইদের নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী বিশ্বকে ছাত্র আন্দোলনকে জয় করতে, ছাত্র আন্দোলনের প্রতিটি ছাত্রকে আগামী দিনের একেক জন এমপি, মন্ত্রী ও সাংবাদিক হতে হবে। প্রত্যেক সেক্টরে ছাত্র আন্দোলনের দখল থাকতে হবে। দুর্নীতি, চাদাবাজি, রাহাজানি, সন্ত্রাস ও ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞাবদ্ধের আহবান জানান তিনি।