আল জাজিরার প্রতিবেদন নিয়ে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, আমরা ধরে নিলাম আল জাজিরার প্রতিবেদন পুরোপুরি সত্য নয়। যদি সরকার প্রমাণ করতে পারে এই প্রতিবেদনটি পুরোপুরি মিথ্যা তাহলে আমি জনগণের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, স্বেচ্ছায় ফাঁসি বরণ করব৷
শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মোস্তাক আহম্মেদের মুক্তি এবং নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়৷
বাংলাদেশ ‘মাফিয়া রাষ্ট্রে’ পরিণত হয়েছে দাবি করে সাধারণ ছাত্র অধিকার পরিষদের এই নেতা বলেন, আজ আমরা কথা বলছি তাই আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এমনকি ক্ষুদ্র মুদি দোকানদার পলাশকেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক এভাবেই বিভিন্ন আইন করে, মানুষকে ভয়-ভীতি দেখিয়ে, ‘গুণ্ডাতন্ত্রে’র মাধ্যমে এদেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে।
বাংলাদেশকে ‘মাফিয়া’ মুক্ত করতে নুর তার সহকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করার আহ্বান জানিয়ে বলেন, আজকে আমরা একত্রিত হয়েছি, হয়তো পরবর্তীতে একত্রিত নাও হতে পারি। তাই এই মাফিয়াদের বিরুদ্ধে যখনই আন্দোলনের ডাক দেওয়া হবে তখনই আপনার ঝাঁপিয়ে পড়বেন।