বরিশাল প্রতিনিধি : বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে নৌকার প্রার্থী দিদারুল আলম শাহীন এর নেতৃত্বে বুধবার রাত ৮ টায় ইউনিয়নের ৪ নম্বর ওয়র্ডের খয়ের দিয়া এলাকায় গন সংযোগ কালে হাতপাখার প্রার্থী ও কর্মীদের উপর হামলা করে। এতে ১৩ জন আহত হয়েছে। আহতদের সকলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়েছে।
আহতরা হলেন- হাতপাখার প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ আজাদী, হাতপাখার কর্মী মো. রাকিব মাহমুদ, সাইদুল হাওলাদার, আব্দুল জলিল, প্রার্থীর ভাই শরিয়ত উল্লাহ, মো. আলামিন খান, মো. হাবিবুর রহমান টিপু খান, সযল তালুকদার, আল-আমিন খান, শাফায়াত উল্লাহ, বরকত উল্লাহ্, রানা, মোসাদ্দেক বিল্লাহ্ খান ও শহিদুল ইসলাম খোকন।
আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার ইসলামী আন্দোলনের (হাতপাখার) প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ আজাদীর চাচা আবু আব্দুল্লাহ মাহমুদী জানান, আজ বুধবার রাত ৮ টায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খয়ের দিয়া এলাকায় হাতপাখার পক্ষে গন সংযোগ করে ফেরার পথে আওয়ামীলীগের (নৌকা) প্রার্থী দিদারুল আলম শাহীন এর নেতৃত্বে আকস্বিক হামলা করে।
হামলার পর বিষয়টি তাৎক্ষনিক বরিশাল কোতয়ালী মডেল থানায় জানিয়েছেন হাতপাখার প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ আজাদী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।