রাজধানীর পুরান ঢাকায় একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলার এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তারা প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, নিহত দুজনের মধ্যে একজন সুরাইয়া (২২)। আরেকজন নিরাপত্তাকর্মী, তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
সুরাইয়াকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যামিকেল থেকে লাগা আগুন দ্রুত ছয়তলা ওই ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনের বাসিন্দারা দেৌড়ে ছাদে উঠেন। সেখানে অনেকে আটকা পড়ে আর্তচিৎকার করতে থাকেন। তাদেরকে জানালা ও বারান্দার গ্রিল কেটে বের করে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ছয়তলা ভবনটিতে নিচতলায় দোকান ও রাসায়নিক গুদাম ছিল বলে এলাকাবাসী জানায়। অন্য ফ্লোর লোকজন ভাড়া নিয়ে বসবাস করত।