কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষকদের একই বিভাগের শিক্ষার্থী ও তার বাবার পরিচয় ব্যবহার করে লাগাতার ই-মেইলে হুমকি দেয়ায় এবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ই-মেইলে হুমকি দিয়ে বলা হয়েছে ‘আমার মেয়েকে শিক্ষক না বানালে এবং সিজিপিএ চারে চার না দিলে ফল খারাপ হবে। আমার ক্ষমতা অনেক দূর পর্যন্ত।’
এ অভিযোগটি মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জমা দেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার।
ফার্মেসি বিভাগের শিক্ষকরা জানান, ই-মেইলগুলোতে ওই শিক্ষার্থীকে শিক্ষক বানানোর জন্য এবং সিজিপিএ চারে চার প্রদানের জন্য বিভাগটির শিক্ষকদের হুমকি দেওয়া হয়। এমনকি উচ্চ শিক্ষার জন্য বিদেশে অবস্থানরত শিক্ষকদেরও এই ইমেইল করা হয়। বলা হয়, ‘আমার মেয়েকে শিক্ষক না বানালে ফল খারাপ হবে। আমার ক্ষমতা অনেক দূর পর্যন্ত।’
এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা আব্দুস সামাদ বলেন, আমি বা আমার মেয়ে কোনোক্রমেই এমন ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। আমিও এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।