আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশে বর্ণমালা মিছিলসহ একগুচ্ছ কর্মসূচি পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
ফেব্রুয়ারি মাসের শুরুতে সংগঠনের কেন্দ্রীয় অফিসিয়াল ফেইসবুক পেজে ঘোষিত একগুচ্ছ কর্মসূচির অংশ হিসেবে বর্ণমালা মিছিল, ভাষা শহীদদের স্মরণে দেশব্যাপী দোয়া মাহফিল, ভাষা শহীদ ও ভাষা সৈনিক পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ভাষাবিদদের সাথে গোলটেবিল বৈঠক করেছে সংগঠনটি।
এছাড়াও প্রতি বছরের ন্যায় ভাষা দিবসের প্রথম প্রহরে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ভিডিও বার্তা দিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম।
সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও নীলফামারি সহ কয়েকটি জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের ঘটনা উল্লেখ করে সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব ফেইসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেন।