আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে সমর্থন জানিয়ে টেলিফোন করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার (৬ অক্টোবর) হাসান রুহানি টেলিফোনে ইলহাম আলিয়েভের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা করেন।
রুহানি আলিয়েভকে বলেন, তেহরান আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিবেশীদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন করে। আঞ্চলিক শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমাদের প্রতিবেশীদের আঞ্চলিক অখণ্ডতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বের।
উল্লেখ্য, বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ১০ দিন ধরে চলা এই সংঘাতে ২০০’র বেশি মানুষ নিহত হয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে ১৯৯০ দশকের যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।