করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহনের অর্ধেক আসন খালি রেখে চলাচলের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ কারণেই ৬০ ভাগ ভাড়া বাড়ানো হয়েছে। আর বুধবার (৩১ মার্চ) সকাল থেকে বর্ধিত ভাড়ায় গণপরিবহন চলবে।
মঙ্গলবার (৩০ মার্চআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্ধিত ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছেন। ) আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
এবিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন,
বুধবার সকাল থেকে সারাদেশের গণপরিবহনগুলোতে অর্ধেক আসনে যাত্রী বহন করবে। পাশাপাশি তারা সরকার নির্ধারিত ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আদায় করবে।