আগামী বছর থেকে ‘অমর একুশে বইমেলা’র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। দীর্ঘদিনের রীতি পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২১’।
বইমেলার নামকরণে পরিবর্তন আনায় এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
উল্লেখ্য, সম্প্রতি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভায় ২০২১ সালে অনুষ্ঠেয় বইমেলার নামকরণে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়।