সোমবার (৭ জুন’২১) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গাজীপুর জেলা ও মহানগর শাখার ব্যবস্হাপনায় জেলা সভাপতি মুহাঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম এর পরিচালনায় চান্দনা চৌরাস্তায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় ৷
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মুহাঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন।
এসময় প্রধান অতিথি তার বক্তবে বলেন, দেশের সকল কল-কারখানা, হাট-বাজার, গণপরিবহনসহ সব কিছু খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। দেশের ছাত্র সমাজকে ধংশের হাত থেকে রক্ষা করতে যথাযথ সুরক্ষা নিশ্চিত পুর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গাজীপুর মহানগর শাখার সংগ্রামী সভাপতি শেখ সোহাইল আহম্মেদ সবুজ, সহ-সভাপতি এইচ এম নুরুল আমিন, জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি গোলাম সারোয়ার, নগর সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জাকারিয়া, জেলা সাংগঠনিা সম্পাদক মুহা. আরাফাত হোসাইন এবং মহানগর ও জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।