অনুবাদ বিষয়ক আন্তর্জাতিক পুরস্কার ‘শেখ হামাদ অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং’ এর ৬ষ্ঠ পর্বের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে গতকাল (২০ ডিসেম্বর)। আর ‘আরবি থেকে বাংলা অনুবাদ’ বিভাগে এবছর এ পুরস্কার জিতে নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ মারুফ মুহাম্মাদ শাহ আলম।
কাতার ভিত্তিক এ পুরস্কারটির ৬ষ্ঠ পর্বে এবছর ৪২ টি দেশ থেকে তিন শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। প্রধান ভাষা ও সাধারণ ভাষার দুটি আলাদা ক্যাটাগরিতে দেয়া হয় এ পুরস্কার। প্রধান ভাষা হিসেবে আরবি, ইংরেজি ও ফারসির পাশাপাশি সাধারণ ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয় পশতু, সুইডিশ, কোরিয়ান, হাউসু ও বাংলা ভাষাকে।
সাধারণ ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য পুরস্কার নির্ধারিত হয় ১ লাখ ডলার, যার বাংলাদেশী মূল্যমান প্রায় ৮৪ লাখ টাকা। আর এ ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে এ অর্থ পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ মারুফ মুহাম্মদ শাহ আলম। তিনি একই সঙ্গে ওআইসির আন্তর্জাতিক ফিকহ একাডেমির সদস্য।