ধর্ষণের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে অনশনে বসা ঢাবি শিক্ষার্থী ফাতেমা ফরাজি বিথীর সাথে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংহতি জানিয়েছে।
গত বৃহস্পতিবার(০৯ অক্টোবর) ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আমরণ অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। রাজু ভাস্কর্যে উপস্থিত হয়ে ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাগীব নাইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সংহতি জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, “ছাত্র ইউনিয়ন দেশের সকল ধর্ষণ, নিপীড়ন ও বিচারহীনতার সংস্কৃতির অবসান চায় এবং অপরাধীর সর্বোচ্চ বিচার দাবি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে ঘটা নিপীড়নের ঘটনায়ও দ্রুত ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।”