গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার (২১ জুন) টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম কোণে তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, নিহত অজ্ঞাত পুরুষ ব্যক্তি। যার আনুমানিক বয়স ৩৩ বছর।
মৃতদেহ টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম কোণে তুরাগ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন দুপুর অনুমান ২ টার সময় টঙ্গী পশ্চিম থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জসহ টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ হেফাজতে নেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অনুমান ৩/৪ দিন পূর্বে মৃত্যুর পর লাশটি নদীতে ভাসমান অবস্থায় আছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, লাশটি নৌ-পুলিশের আওতাধীন থাকায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।