‘সন্ত্রাসী ইসরাঈলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন, প্রতিবাদ-প্রতিরোধ অব্যাহত রাখুন’—হযরত নেছারাবাদী হুজুর
মোঃ বশীর উল্লাহ, ঝালকাঠি সদর: আজ ১২ই অক্টোবর-২০২৩ বাদ-আসর বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের উদ্যোগে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো নিরীহ-নিরপরাধ ফিলিস্তীনিদের ওপর দখলদার ইসরাঈলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও
প্রতিবাদসমাবেশ। মুছলিহীন নেতৃবৃন্দসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনতার স্বতঃস্ফ‚র্ত অংশগ্রণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আমীর হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী
হুজুর। শহরের প্রাণকেন্দ্র ‘কায়েদ মহল’ থেকে বিক্ষোভ মিছিলের সূচনা হয় এবং মিছিলশেষে আলোচনা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হযরত নেছারাবাদী হুজুর বলেন—‘এটা অত্যন্ত পরিষ্কার যে, দখলদার
ইসরাঈলীরা নিরীহ-নিরপরাধ ফিলিস্তীনিদের সঙ্গে যা অতীতে করেছে এবং বর্তমানে করছে তা এককথায় সুস্পষ্ট সন্ত্রাস ও জঙ্গীবাদ। বিশ্ব থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে হলে সবার আগে প্রয়োজন ইসরাঈলের মত এই সন্ত্রাসী রাষ্ট্রকে নির্মূল করা। ইসরাঈল ও ইসরাঈলের মত
সন্ত্রাসী রাষ্ট্র টিকে থাকলে কখনোই সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব নয়।’ মুহতারম নেছারাবাদী হুজুর বলেন—‘দখলদার ইসরাঈলী বাহিনীর সঙ্গে ফিলিস্তীনি প্রতিরোধযোদ্ধা ‘হামাস’-এর সাম্প্রতিক লড়াই তাদের ভূখণ্ড ফিরে পাবার চূড়ান্ত আকুতি ছাড়া কিছু নয়। কিন্তু
অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ করে আসছি যে, মানবতা ও সভ্যতার কথা বলে যেই পশ্চিমাবিশ্ব বিশ্বের বুকে মানবাধিকার, গণতন্ত্র, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার মোড়লিপনা করে, সেই অতিসভ্য, অতিমানবিক পশ্চিমাবিশ্বই অত্যন্ত নগ্নভাবে ইসরাঈলের মানবতাবিরোধী
যুদ্ধাপরাধের সাফাই গাচ্ছে ও সর্বাত্মকভাবে মদদ দিয়ে যাচ্ছে।’ হযরত নেছারাবাদী হুজুর বলেন—‘তাহলে কি এই মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ও নৃশংস বর্বরতা চলতেই থাকবে ফিলিস্তীনি জনসাধারণের ওপর? অসম্ভব। অবশ্যই প্রতিটি ফিলিস্তীনিকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে
হবে, কলেমায় বিশ্বাসী প্রতিটি মানুষকে দাঁড়াতে হবে তাদের পাশে। মধ্যপ্রাচ্যসহ গোটা মুসলিমবিশ্বকে তাদের জাতীয়তা ও ভূখণ্ডগত বিচ্ছিন্নতার ঊর্ধ্বে উঠে—‘ইত্তেহাদ মায়াল ইখতেলাফ’—তথা ‘মতানৈক্যসহ ঐক্য’ নীতির ভিত্তিতে হাতে-হাত রাখতে হবে এখনই। যেকোনো
মূল্যে সর্বাত্মক ইস্যুভিত্তিক ঐক্য প্রতিষ্ঠা ও ইসরাঈলী চলমান সন্ত্রাস-সহিংসতা নির্মূলে সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবী। আমি দল-মত-ছেলছেলা নির্বিশেষে প্রত্যেকের কাছে আবেদন করছি— ০১. দখলদার সন্ত্রাসী ইসরাঈলের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ
অব্যাহত রাখুন; ০২. দখলদার ইহুদী ও ইসলামের দুশমনদের বিরুদ্ধে নিয়মিত দরূদে সাইফুল্লাহর আমল করুন; ০৩. নিজ-নিজ অবস্থান থেকে সাধ্যমতো ফিলিস্তীনিদের পক্ষে জনমত গড়ে তুলুন এবং সাহায্যে হাত বাড়িয়ে দিন; ০৪. ইত্তেহাদ মায়াল ইখতেলাফ তথা
মতানৈক্যসহ ঐক্য নীতির ভিত্তিতে মুসলিম ঐক্য গড়ে তুলুন এবং ইসলামের দুশমনদের প্রতিরোধ করুন; ঐক্যবদ্ধতা ও সংঘবদ্ধতার ফরযিয়াত রক্ষা করুন।’