আতঙ্ক মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় যদি না তাকে কাটিয়ে ওঠা যায়। মহামারী করোনার আতঙ্ক যেভাবে ছড়িয়ে পড়েছিল, ভেবেছিলাম আর সেই রমরমা বাজার হাট কখনও দেখতেই পাবোনা। কিন্তু সৃষ্টিকর্তা সেই সংকট কাটিয়ে আমাদের আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দিয়েছেন।
দেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাসের নতুন একটি ধরন ‘ব্যাট-রিওভাইরাস’ শনাক্ত করেছে – আইইডিসিআর।
এক অপ্রিয় সত্য ছিল সরকারের কলকাঠিতে নড়া মিডিয়া সন্ত্রাসীর নতুন নতুন ইস্যু সামনে এনে আতঙ্ক ছড়ানো। ফ্যাসিস্ট পতন হলেও মিডিয়া এখনো পুরোপুরি তার পুরনো অভ্যাস ভুলতে পারেনি। সম্প্রতি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৪৮ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের দেহে এ ভাইরাসের অস্তিত্ব খুঁজে পায় আইইডিসিআর। তবে কারও ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু গণমাধ্যমে বিষয়টি এমনভাবে এসেছে যেন এটি বাংলাদেশে বড় কিছু। কিন্তু যেই পাঁচজনের মধ্যে ভাইরাসের উপস্থিতি ছিল তারা খুব স্বল্প সময়ের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুতরাং এটা খুব বেশি কনসার্নের বিষয় নয়। বিশ্বে প্রথমবার রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে।
তাই আতঙ্কিত না হয়ে, ধর্মীয় অনুশাসন ও স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বুদ্ধিদীপ্ত কাজ। পাশাপাশি সমাজের সবচেয়ে চক্ষুশূল পেশাজীবী সাংবাদিকদের নিকট নিবেদন লোভনীয় শিরোনাম আর আতঙ্ক না ছড়িয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার, সুন্দর পৃথিবী সবাই স্বাচ্ছন্দে উপভোগ করি।
হাবিব আল মিসবাহ
বিভাগ: আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।