নাদের চৌধুরী ফেনী জেলা প্রতিনিধি ফেনী ইউনিভার্সিটির ‘ব্যবসায় প্রশাসন অনুষদের প্রামাণ্যচিত্র উদ্বোধন বিষয়ক ‘সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ফেনী ইউনিভার্সিটির একাডেমিক ভবনে উক্ত সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের
উদ্দেশ্য করে বলেন, প্রামাণ্যচিত্রটি বারবার দেখার ফলে অনুপ্রাণিত হবে এবং প্রদর্শিত সাকসেস স্টোরি দেখে তোমরা তোমাদের সঠিক ভবিষ্যৎ বিনির্মাণ করতে অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা পাবে। অন্যান্য বক্তারা এই প্রমাণ্যচিত্রকে ব্যবসায় প্রশাসন অনুষদের অন্যতম
মাইলফলক হিসেবে অভিহিত করেন। যেই উদ্দেশ্যে প্রামাণ্যচিত্রটা তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তাবায়ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম জামালউদ্দীন
আহমেদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে ব্যবসায় প্রশাসন অনুষদের অর্জন, সাকসেস স্টোরি, ভবিষ্যৎ পরিকল্পনা সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। এতে সবাই ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের পাঠদান এবং গুণগতমান সম্পর্কে জানতে
পারবে। ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক হাসান আহমেদ সঞ্চালনায় ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক
মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী মনির, ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক সালমা আক্তার,ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইউনুস সহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।