মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি নলছিটিতে পালিত হয়েছে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে ৪টায় নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনাসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু (এমপি)। এসময় উপস্থিত ছিলেন,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির,যুগ্ন আহবায়ক কামাল শরীফ,নলছিটি পৌর মেয়র আ. ওয়াহেদ খান। উপজেলা যুবলীগের আহবায়ক মামুন তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা যুবলীগের
যুগ্ন আহবায়ক সৈয়দ শাওন ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, সাধারন সম্পাদক মেহেদী হাসান প্রিন্স(ভারপ্রাপ্ত)সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ । এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।