রফিকুল ইসলাম, স্পোর্টস প্রতিনিধি: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব খেলতে আগামীকাল মাঠে নামবে বসুন্ধরা কিংস । শারজাহ স্টেডিয়ামে ১৫ ই আগস্ট রাত ৯.৪৫ মিনিটে শারজা এফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম আসরে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় কিংস সদস্যরা ।
ক্লাব ফুটবলে টানা চারবারের শিরোপা জয়ী দলটা এবার প্রথমবারের মতো খেলবে এ এফ সি চ্যাম্পিয়নস লিগ । যা বাংলাদেশের ফুটবলে একটা ইতিহাস গড়ার দৌড়গোড়ায় কিংস বাহিনী । এমন একটি ইতিহাসে সাক্ষী হওয়ার অপেক্ষায় ফুটবলাররা , প্রত্যাশার জয় দিয়ে ইতিহাস গড়ার ।
প্রতিপক্ষ শারজাহ এফসি তে আছেন বার্সার তারকা ফুটবলার মিরালেম পিয়ানিচ , স্শ্যানিস পাকোয়া আল কাসার ।
প্রতিপক্ষ যেমনই হোক চোখে চোখ রেখে জবাব দিতে প্রস্তুত কিংস বাহিনী।
বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন গণমাধ্যমকে জানান আমি কোচ, আমি জানি আমার ফুটবলাররা কেমন । মাঠে ১১ জনের বিপক্ষে ১১ জন খেলবে । প্রতিপক্ষে কে আছে তা নিয়ে ভাবতে চাই না। আমরা তিন সপ্তাহ অনুশীলন করছি , আমাদের প্রস্তুতিও দারুন। আশা করছি বসুন্ধরা কিংস বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারবে।