নারগিস পারভীন ও এইচ এম মাহমুদ হাসান।
সাইদ গ্রান্ড সেন্টার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (০২ মার্চ) রাজধানীর উত্তরার সাইদ গ্রান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছর মেয়াদী নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আসাদুজ্জামান ও মো:শহীদুল ইসলাম জয়।
সাইদ গ্রান্ড সেন্টার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি মো: আসাদুজ্জামান ও সাধারন সম্পাদক মো:শহীদুল ইসলাম জয় বলেন, মার্কেটে আমরা প্রায় ১০৭ জন সদস্য নিয়ে ব্যবসায়ী উন্নয়নে সদস্য আছি। দীর্ঘ ৯ বছর পর সাইদ গ্রান্ড সেন্টারে ইলেকশনের মাধ্যমে ব্যবসায়ী সমিতির কমিটি গঠন হয়েছে ভোটারদের সতস্ফুর্ত ভাবে নির্বাচনে অংশ গ্রহণের ফলে। যদিও এতো দিন কমিটি ছিল মালিকপক্ষের সিলেকশন করা কমিটি। তবে বর্তমান ব্যবসায়ীদের মধ্যে ঐক্য তৈরি, মার্কেট কেন্দ্রিক বিভিন্ন সমস্যা সমাধান ও বিভিন্ন যৌক্তিক ইস্যুতে ব্যবসায়ীদের পক্ষে কাজ করবে এ কমিটি।
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে গোলাম রব্বানী রাজীব, সহ-সভাপতি(১) মো: আলমগীর হোসেন, সহ-সভাপতি(২) মো: মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি(৩) মো: সাইফুর রহমান, যুগ্ম সম্পাদক(১) পদে , মো:মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক ওসমান গনি,অর্থ সম্পাদক মো: নাজমুল ইসলাম,দপ্তর সম্পাদক মো: নূর আমিন খান, প্রচার সম্পাদক তুহিন মাহমুদ কুদ্দুস, আইটি সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: জসীম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ নাছিমা বেগম, জাহাঙ্গীর হোসেন কার্যকরী সদস্য( ০১) মো: আল মাসুম সিদ্দীকি (০২) মো: হারুন অর রশিদ(০৩)নির্বাচিত হয়েছেন।