বাবরি মসজিদের স্থানে নয়, রামের জন্ম নেপালের অযোধ্যাপুরীতে; নেপালের প্রধানমন্ত্রী
সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দাবি করেন, ভারতের অযোধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামের জন্ম নয়, বরং নেপালের চিতওয়ানের মাদি পৌরসভা এলাকার অযোধ্যাপুরীতে। এদিকে, মাদি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সেখানে রামের মূর্তি নির্মাণের কথা বলেছেন তিনি। এ ছাড়া প্রতিনিধিদের পরামর্শও দিয়েছেন অযোধ্যাপুরীতে যে রামের জন্ম তা প্রচার করতে। নেপালের দ্য হিমালয়া টাইমস জানায়, শনিবার … Read more