রবিবার দেশে আসবে ফাইজারের এক লাখ ডোজ টিকা
আগামী ৩০ মে (রোববার) ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে। স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় এ তথ্য জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরের আবেদনক্রমে যাচাই-বাছাই সাপেক্ষে বৃহস্পতিবার (২৭ মে) ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর।