প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ডেমোক্র্যাট নেতা বাইডেন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের মাত্র কয়েকঘণ্টার মধ্যেই এই স্বীকৃতি দিল কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি তাকে শপথ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা। অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।