আফগানিস্তানের নারী শিক্ষার্থীরা কাবুলে তাদের শিক্ষার অধিকারের দাবিতে বিক্ষোভ করেছে। তালেবান হাই স্কুলে মেয়েদের নিষিদ্ধ করার পর গতকাল শনিবার এ বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীরা কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের পাশে অবস্থান নেয়। তাদের দাবি, মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় পুনরায় চালু করতে হবে। ’শিক্ষা আমাদের অধিকার’, ‘মেয়েদের স্কুল খুলুন’ ইত্যাদি স্লোগান তারা দিয়েছে। খবর ইন্ডিপেনডেন্ট নিউজ।
প্রতিবাদ মিছিলটি পরে সশস্ত্র তালেবান যোদ্ধারা ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভে অংশ নেওয়া নারীদের বক্তব্য, তারা জীবন দিতে ইচ্ছুক, তবু স্কুল খুলে দিতে হবে। বিক্ষোভকারীদের বেশ কয়েকটি দল তালেবানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে আরও কর্মসূচির পরিকল্পনা করছিল।
প্রতিবাদে অংশ নেওয়া একজন শিক্ষক বিবিসিকে বলেছেন, স্বাধীনতার পক্ষে দাঁড়াতে ও মেয়েদেরে স্কুলে যাওয়ার অধিকার ফেরাতে আমরা জীবন দিতে রাজি আছি। আমরা এখানে আমাদের মেয়েদের শিক্ষার অধিকারের জন্য এসেছি। এই অধিকার ছাড়া আমরা ফিরব না। নারী অধিকার কর্মী মাহবুবা সিরাজ আফগানিস্তানের টোলো টিভিতে গিয়ে জানান, জাতি হিসেবে আমরা কীভাবে মাথা উঁচু করে দাঁড়াব। শিক্ষার অধিকার ছাড়া আমাদের মরে যাওয়া উচিত।
পেনপাথ নামক একটি আফগান দাতব্য সংস্থা, যেটি হাজার হাজার স্বেচ্ছাসেবক নিয়ে কয়েক ডজন ‘গোপন’ স্কুল পরিচালনা করে, তারাও প্রতিবাদে প্রকাশ্যে বিক্ষোভ করার পরিকল্পনা করছে। পেনপাথের প্রতিষ্ঠাতা মতিউল্লাহ ওয়েসা এ কথা জানান। চলতি সপ্তাহের শুরুতে তালেবানরা ১১ বছরের বেশি বয়সী মেয়েদের জন্য স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে। তার আগে এক সার্কুলারে সব মেয়েদের জন্য স্কুল খুলে দেওয়ার জন্য বলা হয়। কিন্তু আবার তা স্থগিত করা হয়।
তালেবান ১৯৯০ এর দশকে তাদের শাসনামলে নারীদের শিক্ষা নিষিদ্ধ করেছিল। সে সময় তাদের যুক্তি ছিল, নির্দিষ্ট বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত মেয়েদের স্কুল বন্ধ থাকবে। সেই তালেবান নতুন করে ক্ষমতায় এসে একই কাজ করল। তবে মেয়ের শিক্ষার ব্যাপারে তালেবান সরকার বরাবরই ইতিবাচক।
জানা গেছে, শিক্ষার যথাযথ পরিবেশ নিশ্চিত না করে স্কুলে মেয়েদের অনিরাপদ জীবন দিতে চায় না তালেবান। প্রথম দিন স্কুলে হাজির হওয়ার পর বাড়ি গিয়ে যখন ছাত্রীরা শুনতে পারে স্কুল আবার বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তারা কান্নায় ভেঙে পড়ে। তাদের কান্নার ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
তালেবানের স্কুল বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট শুক্রবার দোহা ফোরামে তালেবানের সাথে বৈঠক বাতিল করেছেন । তিনি বলেন, এটা আফগানদের আস্থার লঙ্ঘন। সিদ্ধান্তটি প্রত্যাহার করা হবে বলে আমি মনে করি। আমার বিশ্বাস, আগামী দিনে এই সিদ্ধান্তের উল্টোটা দেখতে পাব। এর আগে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই তালেবানের কড়া সমালোচনা করেন।
এন.এইচ/