এইচ এম মাহমুদ হাসান: জনপ্রিয় ইসলামী আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বেশ কিছুদিন থেকে অসুস্থ। তিনি বর্তমানে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
অসুস্থতার কারণে গত শুক্রবার ১ সেপ্টেম্বর ভূমিপল্লী আবাসন জামে মসজিদে জুমুআ এবং জুমুআ-পরবর্তী প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। সেই সাথে শুক্রবারের সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান শরয়ি সমাধানও সাময়ীক বন্ধ থাকবে বলে জানিয়েছে তার ফেসবুক পেজের এডমিন।
এদিকে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে শায়খ আহমদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
তার ফেসবুক পেজের এডমিন জানান, ‘আপনাদের প্রিয় শায়খ আহমাদুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, আলহামদু লিল্লাহ। তিনি হাসপাতালে ছিলেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বাসায় সম্পূর্ণ বেড রেস্টে আছেন। এ সপ্তাহেও জুমা এবং লাইভ প্রশ্নোত্তরে অংশগ্রহণ করতে পারবেন না। তবে কয়েক দিন পর যথারীতি কাজে যোগ দিতে পারবেন বলে আমরা আশা করছি। আপনাদের নেক দোয়ার জন্য জাজাকুমুল্লাহু খায়র।’