মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মার্চপাস্ট ও জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান এবং নিরাপত্তা সম্পাদক শফিকুল ইসলাম শাহীন প্যারেডের সম্মাননা গ্রহণ করেন।
এরপর সেক্টরের অধিবাসী বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয় এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যরা এ সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব ও অস্তিত্বের ভিত্তি। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে বহন করার দায়িত্ব।
তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদের শেখায়—জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তব জীবনে ধারণ করে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
সাধারণ সম্পাদক আরও বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি সবসময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাদের পাশে থাকতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করে যাবে আপনাদের আমাদের এই প্রিয় সোসাইটি।
অনুষ্ঠানের শেষ পর্বে সহ-সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্য দেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সেনানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অতিথি ও উপস্থিত সেক্টরবাসীর মাঝে আপ্যায়নের আয়োজন করা হয়। আপ্যায়ন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সেক্টরবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





