রোমানিয়ার রাজধানী বুখারেষ্টে বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়ার কমিটি গঠন।
গতকাল ১৮ জুন রবিবার মধ্যপূর্বের ইউরোপ ইউনিয়নভুক্ত দেশ রোমানিয়ার রাজধানী বুখারেষ্টে বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়া অফিসিয়ালের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কমিউনিটির আহবায়ক সালমান গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব নাঈম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোমানিয়া বসাবসরত বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
রোমানিয়ায় বাংলাদেশ প্রবাসীদের অনেক দিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়ার উদ্বোধনের মাধ্যমে। রোমানিয়া বসবাসরত প্রবাসীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং আলোচনাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঘোষণা করা হয় আগামী এক বৎসরের জন্য পরিচালনা কমিটি । যার সভাপতি মনোনীত হন সালমান গাজী ও সাধারণ সম্পাদক হিসেবে কবির হোসাইন।
এছাড়াও কমিউনিটির সদস্যদের নিয়ে ৩০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যগণ বক্তৃতা কালে সংগঠন এর লক্ষ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ এবং আগামীদিনে সংগঠনকে শক্তিশালী করার জন্য জোর দাবি জানান। পাশাপাশি রোমানিয়া বসবাসরত বাংলাদেশীরা। এবং সামনে যারা আসবে তাদের সহযোগীতা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করার জন্য পরামর্শ দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সহ-সভাপতি রিয়াদ হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মহি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম শেখ, সাংগঠনিক সম্পাদক তন্ময় সরকার, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফ হাওলাদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজন সরকার, সুমন হুসাইন, আফজাল হুসাইন, মঈনুল ইসলাম, শাহজাহান, মেহদি হাসান-সহ প্রমুখ।