প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ, দৈনিক আজকের বাংলা পত্রিকার অনলাইন পোর্টাল এ ” উদ্যোক্তা তৈরির আড়ালে মরণব্যাধি হারবাল পন্য বিক্রি করছে জি এম আই টি” প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানায় যে কাল্পনিক খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কোন কুচক্রীমহল গণমাধ্যমকর্মীকে কাল্পনিক, মনগড়া ও ভুল তথ্য দিয়ে সুনামধন্য প্রতিষ্ঠান জি এম আই টি কে,এবং জিএমআইটি কর্তৃপক্ষকে পারিবারিক , রাজনৈতিক ও সামাজিক মর্যদা ক্ষুন্ন করতে এ মিথ্যা প্রতিবেদন প্রকাশ করিয়েছে। আমরা এ কাল্পনিক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সকলের উদ্দেশ্যে বলতে চাই যে সংবাদ করার আগে একটু যাচাই-বাছাই করে করে করবেন।
নিবেদক
জি এম আই টি